বন্দর প্রতিনিধি :
বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাষান্ড জেডাত ভাইয়ের নিক্ষিপ্ত চায়ের গরম পানিতে দগ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে তারেই চাচাত ভাই জমি ব্যবসায়ী মিজানুর রহমান (৪০)।
সোমবার ৭ জুন সকাল ১০টায় বন্দর উপজেলার তিনগাওস্থ শামীম মার্কেটের একটি চায়ের দোকানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত জমি ব্যবসায়ীকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করেছে। এ ব্যাপারে ছোট ভাই জামান মিয়া ঘটনার ওই দিন বিকেলে বাদী হয়ে পাষান্ড জেডাত ভাই নাসির উদ্দিন শুভসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, বন্দর উপজেলার তিনগাও এরাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে মিজানুর রহমানের সাথে একই এলাকার মৃত বাসেদ সরদারের ছেলে নামির উদ্দিন শুভ দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে জমি ব্যবসায়ী মিজানুর রহমান তিনগাওস্থ শামীম মার্কেটে চা খেতে আসে।
ওই সময় তুচ্ছ ঘটনা নিয়ে তারেই পাষান্ড জেডাত ভাই নাসির উদ্দিন শুভ সাথে জমি ব্যবসায়ী মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়। কাথা কাটাকাটির জের ধরে পাষান্ড ভাই নাসির উদ্দিন শুভ ক্ষিপ্ত হয়ে চায়ের দোকানের গরম পানির কেতলী নিয়ে মিজানুর রহমানের উপর ঢেলে দেয়। এ ঘটনায় মিজানুর রহমান মারাত্মক ভাবে দগ্ধ হয়।
পরে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় জমি ব্যবসায়ীকে উদ্ধার করে শেখ হাসিনা র্বান ইউনিটে প্রেরণ করে। এ ব্যাপারে বন্দর থানায় রিীখত অভিযোগ দায়ের করা হলে অভিয্গো পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।









Discussion about this post