নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সাবদী জিওধারা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক ইলিয়াস খুন হয়েছেন ।
ঘটনা টি ঘটেছে ১১ অক্টোবর রোববার রাত ৯ টায় ঘটার সাথে সাথেই সাংবাদিক ইলিয়াস কে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানোর পর জরুরী বিভাগের চিকিৎসক জিএম মোস্তফা মৃত ঘোষনা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন ।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই বব্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এরই মধ্যে হত্যাকাণ্ডের মুল আসামী তুষার কে গ্রেফতার করা হয়েছে । তুষারের দেওয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়।
এলাকাবাসীর ভাষ্য থেকে জানা যায়, রাত ৮টায় ব্যক্তিগত কাজ শেষে বাসায় যাওয়ার পথে আদমপুর এলাকায় সন্ত্রাসীরা ইলিয়াসকে উপর্যুপরি ছরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পারে পাঠায় ।
এলাকার অনেকেই আরো জানায়, বন্দর এলাকার প্রভাবশালী অপরাধী চক্রের শেল্টারে দীর্ঘদিন যাবৎ মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ, মাদক ব্যবসা, চাদাবাজিসহ সকল ধরনের অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিলো । এমন অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে পত্রিকায় লেখালেখি করেছিলেন ইলিয়াস। লেখালেখির পরে তারা আটকও হয়েছিল। এর জের ধরেই অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে ইলিয়াসকে পরিকল্পিতভাবেই হত্যা করে।
ফখরুদ্দিন ভূইয়া আরো বলেন, তবে কি কারনে এ হত্যাকান্ডটি ঘটেছে এ বিষয়ে এখনও জানা যায়নি। তুষারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে । একই সাথে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।









Discussion about this post