নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে পদে নৌকা প্রতীক পেয়েছেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ।
রবিবার (১৯ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এই ঘোষনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে এমএ রশীদ সাংবাদিকদের বলেন, কেন্দ্র থেকে আমাকে চূড়ান্ত করা হয়েছে। তবে আগামীকাল সোমবার সকাল ১১টায় চিঠি হাতে পাবো। সাধারণ জনগণের সমর্থন আছে বলেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি শতভাগ আশাবাদী, নৌকার বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন এমএ রশিদ ।
এর আগে, গত ৩১ জানুয়ারি বন্দর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা নির্বাচনের জন্য বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালামসহ ৩ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। সেই তালিকা থেকেই এমএ রশীদকে চূড়ান্তভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩১ মে। প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন।
জানা যায়, ৫ম ধাপের উপজেলা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করার লক্ষ্যে আজ রোববার বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভা থেকে দেশের অন্যান্য উপজেলার সাথে সাথে বন্দর উপজেলা নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর ঘোষণা করা হয় । সমাপ্তি হয় সকল জল্পনা কল্পনার।









Discussion about this post