নারায়ণগঞ্জে কোভিড ডেডিকেটেড ৩`শ শয্যা হাসপাতালের আশেপাশের গড়ে উঠেছিল অস্থায়ী খাবারের দোকান (স্ট্রিট ফুড)। বিকেল হলেই সব বয়সী মানুষের আড্ডা জমতো এই খাবারের দোকানগুলোতে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে হাসপাতালের গেটের সামনে থাকা অস্থায়ী সকল খাবারের দোকান। শুক্রবার (২ এপ্রিল) করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এমন অভিযান চালায় জেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল জব্বারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এইসময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকানগুলো বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। এইসময় করোনার উচ্চ সংক্রমণ কমাতে মাইকিং এর মাধ্যমে মাস্ক পরতে সচেতন করা হয়।









Discussion about this post