এমন খবর মূহুর্তের মধ্যে নারায়ণগঞ্জের ইটভাটার মালিক সমিতির রোকজনের কাছে পৌছানোর সাথে সাথেই জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করতে এরই মধ্যে বিশাল পরিমান চাঁদা উত্তোলনের প্রস্তাব দিয়েছে ইটভাটা মালিক সমিতির লোকজন ! যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এরই মধ্যে কোন কোন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের কেউ কেউ বলেছেন “এমন আদেশ নিয়ে তেমন কোন চিন্তার কিছুই নাই , আমরা তো আছি ই !”
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
রাজধানী ঢাকার বায়ু দূষণ রোধে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ এলাকার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বায়ুদূষণ রোধে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
হাইকোর্ট তার আদেশে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বায়ুদূষণ কমাতে একটি নীতিমালা করার জন্য পরিবেশ সচিবের নেতৃত্বে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রতিনিধি ও প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞকে নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এছাড়া আদালত রাস্তা ও ফুটপাথের ধুলা-বালি, ময়লা- বর্জ্য সব নিয়মিত অপসারণ করতে নির্দেশ দিয়েছেন।
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন তৌফিক ইনাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।









Discussion about this post