সিদ্ধিরগঞ্জ প্রতনিধি
নানা অনিয়মের অভিযোগের বিতর্কিত এ এইচ ইমরান ও রবিউল ইসলাম বাবুকে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জস্থ এসএম টাওয়ারে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এক সভায় সাধারণ সম্পাদক এ এইচ ইমরান এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবুকে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল করা হয়।
বিভিন্ন গণম্যাধমে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল কবীর খান অনু’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
প্রেস ক্লাব বিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ধারা ৪.২.১ অনুযায়ী সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে অত্র প্রেস ক্লাব ও এর কোন কার্যক্রমের সাথে তাদের কোন সম্পৃক্ততা রইল না।
উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পরিচয়ে এ এইচ ইমরান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সোর্সের কাজ করতো। এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে সখ্য গড়ে তোলে মাসোহারা আদায় করাই ছিলো তাদের কাজ। এসব নানা অপকর্মের অভিযোগেই তাদেরকে মূলত বহিষ্কার হয় জানিয়েছেন প্রেস ক্লাবের একটি সূত্র।
এ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশের বিতর্কিত ক্যাশিয়ার নুরুসহ কারাগারে বন্দি মিশু বিশু ও আনোয়ারের মাধ্যমে নিয়মিত সিদ্ধিরগঞ্জের চোরাই তেলের কারবারি, গ্যাস চোরের হোতাদের ও অবৈধ সকল কলকারখানা থেকে নিয়মিত বিশাল চাঁদাবাজি করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা চালিয়ে আসছিলো । নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করার সুযোগ নিয়ে পুলিশের নাম ব্যবহার করে সিদ্ধিরগঞ্জে ব্যাপক অপরাধ সাম্রাজ্য পরিচালনা করে আসছিলো মর্মে অভিযোগ করেছে কয়েকজন পুলিশ কর্মকর্তা । এমন অভিযোগের রেকর্ডও সংরক্ষণে রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে ।









Discussion about this post