দীর্ঘদিন যাবৎ আইনপ্রয়োগকারী সংস্থার কয়েকজন অসাধু কর্মকর্তা, নারায়ণগঞ্জ শহরের বিতর্কিত কয়েকজন শ্রেণীপেশার ব্যক্তিদের শেল্টারে ফতুল্লার প্যারাডাইস ক্যাবলসের শত শত শ্রমিকদের বকেয়া পরিশোধ না করে টালবাহানা চালিয়ে যাচ্ছে অপরাধী চক্র । ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগমপাড়ায় পালিয়ে গেছে প্যারাডাইস ক্যাবলসের কেউ কেউ । এদের টিকিটিও কেউ স্পর্শ করতে পারছে না প্রশাসন । আর সাধারণ শ্রমিকরা তো নশ্বি
( বিশেষ পেশার অপরাধী নামসহ শেল্টারদাতা অনেকের অপকর্মের ফিরিস্তি তুলে ধরে এমন ক্ষুব্ধ মন্তব্য করেছেন কয়েকজন শ্রমিক)
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার প্যারাডাইজ কেবলসের শ্রমিকেরা ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেছে ।
বৃহস্পতিবার ৮ জুলাই ধারাবাহিকভাবে কারখানার অভ্যন্তরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে কারখানার তিনশর অধিক শ্রমিক।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রুবেল,সহ সভাপতি কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক মোঃ ডালিমসহ।
নেতৃবৃন্দ বলেন, গত ৬ জুন মালিক পক্ষের সাথে নারায়ণগঞ্জ শ্রম দপ্তরের পরিচালক মোহাব্বত হোসেনের মধ্যস্থতায় চুক্তি সাক্ষরিত হয় কিন্তু অদ্যাবধি মালিকপক্ষ সেই চুক্তি বাস্তবায়ন করছেন না। অন্যদিকে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে। আমরা ধৈর্য ধরছি মহামারি করোনা মাথায় নিয়ে কাজ করছি আর মালিক পক্ষ আমাদেরকে সর্বশান্ত করার লাইনে হাটছে। আমাদের বিগত দুই বৎসর হতে চললো আমরা বোনাস থেকে বঞ্চিত থাকছি। দীর্ঘ ১৩ মাসের বকেয়া বেতন আমরা কারখানার কাছে পাওনা। কারখানা খুললেও মালিকপক্ষ আমাদের পূর্ণ বেতন দিচ্ছেন না। বর্তমানে অর্ধেক বেতন পেয়ে আমাদের কোনমতে জীবন ধারন করতে বাধ্য হচ্ছি। মালিক পক্ষের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা খেটে খাওয়া শ্রমিকেরা দাবী আদায়ে রাজপথে নামতে বাধ্য হবো।









Discussion about this post