এনএনইউ রিপোর্ট :
নারায়ণগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিড মিশিয়ে পান করে দুই যুবকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই কামরুল ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদরাসা রোড এলাকায় আমিনুল হকের মেয়ে আরমিন হকের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিনুল হকের ছেলে নাহিদ (২২) তার বন্ধু ও অন্যান্য আনন্দ দিতে বিয়ার পানের আয়োজন করে। এ সময় উক্ত অনুষ্ঠানে হিরো কসমেটিকস্ কারখানার মালিক হিরো হাওলাদারও যোগ দেন। কিন্তু বিয়ারে তাদের ভালো নেশা হয়নি বলে বিষয়টি হিরো হাওলাদারকে জানানো হলে তিনি তার কসমেটিকস কারখানায় রাখা স্পিড এনে দেন। পরে তারা ওই স্পিড বিয়ারের সঙ্গে মিশিয়ে পান করেন। এতে আকিবুল হাসান আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেলসহ কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ জানান, গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্প্রিড পানে দুই যুবকের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।









Discussion about this post