প্রাচ্যের ড্যান্ডিখ্যাত ব্যবসায়ী অঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বাবুরাইল তাতীপাড়ায় একটি ধসে পরা ভবনের ভেতরে আটকে পড়া একটি শিশুকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে দমকল বাহিনী । ভবন ধসের ২৩ ঘন্টায় শিশু উদ্ধার না হওয়ায় শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
রবিবার বিকেলে বাবুরাইল এলাকায় ওই ভবনটি হঠাৎ ধসে পড়লে শিশুটি এর ভেতরে আটকে পড়ে বলে ধারণা করা হয়।
ইফতেখার আহমেদ ওয়াজিদ নামে ১২ বছর বয়সী এই শিশুটি এখনো বেঁচে আছে না কি নেই, সেটা এখনো স্পষ্ট নয়।
দমকল বাহিনী জানাচ্ছে, ভবনটির ঠিক কোন জায়গাটিতে শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। তবে শিশুটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা করা হচ্ছে এবং রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।
শিশুটির পিতা নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, তার ষষ্ঠ শ্রেনী পড়ুয়া ছেলে প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত।
রবিবারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু সে ভেতরে ফেলে আসা কোরান শরিফ আনতে আবার ফিরে যায় ভবনটির ভেতরে।
এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে, জানাচ্ছেন শিশুটির পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল।
শিশুটিকেও তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না।
ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা
এই ভবন ধসের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০/১৫ জন।
ভবনটি ধসে পাশের খালে গিয়ে পড়ে।
চারতলা ভবনটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ এর আগে শেষ হলেও সম্প্রতি চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল।
আটকে পড়া শিশুটির মায়ের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, “আমি আমার ছেলেকে জীবিত চাই। ওরে বের করেন। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে।”
ঘটনাস্থল তাতীপাড়াস্থ কেউট্টার বাড়ি (এইচ এম ম্যানসন ওরফে বড় বাড়ি) অনেকেই বলেন, কোন ইঞ্জিনিয়ার অথবা অনুমোদন ছাড়াই কাশিপুর ইউনিয়ন পরিষদের তহসিলদারের গাফিলতির কারণেই খালের উপর এতো বড় ভবন নির্নান হয়েছে । গেলো শনিবারও এই ভবনে নির্মান কাজ চলাকালীন সময়ে হঠাৎ নড়ে উঠে বিল্ডিং টি ।

বাড়ির সকলে এই ভবন নির্মানের বিরোধিতা করলেও কারো কথা কর্ণপাত না করে উল্টো সকলকে গালিগালিজ করতো । এখন বাড়ির সকলেই পালিয়ে আছেন। আর তহসিলদার নিজেকে রক্ষা করতে সকাল থেকেই ঘটনাস্থলে বসে আছে নিজেকে রক্ষা করার জন্য ।









Discussion about this post