শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেছেন, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ভর্তি হওয়া রোগীদের সবাই সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। সবরোগীর শ্বাসনালীর কিছু অংশ পুড়ে গিয়েছে।
তিনি জানান, ৪০জন রোগী এসেছেন। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য ৩৭ জনকে ভর্তি করানো হয়েছে৷ তাদের মধ্যে জুয়েল (৭) নামের এক শিশুর ৯৫ শতাংশ দগ্ধ হয়। অন্য সব রোগী ৩০ শতাংশের বেশি দগ্ধ হন।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালেই একই সঙ্গে ছয়টি এসি বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন অর্ধ শতাধিক মুসল্লী।









Discussion about this post