হায় হায় কি কইলো গ্যাস চোরদের মূল হোতা নানা অপকর্মের কারিগর আওয়ামী লীগের লেবাসধারী কাজিম উদ্দিন প্রধান । গণমাধ্যমে প্রকাধিক স্কিন শর্টের চিত্র পাঠিয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কি কইলো এই কাজিম । যে নিজেই তিতাস গ্যাসের চুরির মূল হোতা । তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরও অবসর গিয়েও এখনো কাজিম উদ্দিন অবৈধ পন্থায় ১৬/২০টি চোরাই বাণিজ্যিক সংযোগ থেকে মাসোয়ারা নিচ্ছেন কোটি টাকা । এই কাজিম উদ্দিন আজ কি বললো ! নীতি কথা !
এই কর্মকর্তা নাম প্রকাশ না কার অনরোধ করে মুঠোফোনে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর প্রতিবেদকে বলেন, নারায়ণগঞ্জবাসী আসলেই সহজ সরল । কাজ করতে এসে তা টের পাচ্ছি । আর কাজিম উদ্দিনের মতো এমন কয়েকজন টাউট বাটপার আছে যারা দেশের ও দলের জন্য বিষফোড়া । এই কাজিম উদ্দিন সামান্য একজন ওয়েল্ডার মিস্ত্রি থেকে বর্তমানে শত শত কোটি টাকার মালিক হলো কি করে ? একটি পরিবারের দোহাই দিয়ে এই কাজিম উদ্দিন কি পরিমান সম্পদের মালিক তা আগে যাচাই করার জন্য প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা দাবী করছি । একই সাথে সকল আইনশৃংখলা বাহিনী ও রাস্ট্রের সৎ লোকগুলি যদি যাচাই করতো তা হলেই বেড়িয়ে আসতো কাজিম উদ্দিনদের অপকর্ম । গ্যাস চুরি যে হচ্ছে না তা অস্বীকার কার কোন সুযোগ নাই । কিন্তু কারা করছে এই চুরি ? কাজিম উদ্দিন ১৫/২০ টি বড় ধরণের ফ্যাক্টরীতে অবৈধ চোরাই (একেকটি ফ্যাক্টরীতে কয়েকটি বাইপাস লাইন) সংযোগ দিয়ে এখনো মাসোয়ারা নেয়ার প্রমাণ রয়েছে নারায়ণগঞ্জ তিতাসের সাথে যুক্ত অনেকের কাছে । কেউ মুখ খুললেই গুম খুনের শিকার হওেয়ার আশংকায় চুপ থাকে সকলেই । আর আজ কি শুনলাম ! এতা দেখি ভূতের মুখে রাম নাম !
নিম্নে স্কিন শর্ট ও নিউজটি হুবহু তুলে ধরা হলো :

আমি প্রধানমন্ত্রীর কাছে পেট্রোবাংলাসহ অনেকের কাছে স্মারকলিপি দিয়েছিলাম কোন কাজ হয় নি। আবাসিক গ্যাস চালু করে দেন, তিতাসের অনেক লস হচ্ছে। তিতাসের গ্যাস নিয়ে আজ হরিরলুট হচ্ছে, অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জিহাদ ঘোষণা করা হবে।
৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের(সিবিএ) সভাপতি কাজিমউদ্দিন প্রধান।
নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মেডিস্টার ক্লিনিকের পাশে আনসার ক্যাম্পের মাঠে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে কাজিম উদ্দিন প্রধান বলেন, আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল। কোথায় ছিল সেই মৌলবাদীরা যারা জামায়াতের দালাল হিসেবে কাজ করছেন। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবেই।
সম্মেলন থেকে মো.রফিকুল ইসলামকে সভাপতি ও মো.হানিফ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের(সিবিএ) সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহম্মেদ।









Discussion about this post