স্ত্রী’র পর এবার থানার গেইটে নিজ জন্মদাতা বাবাকে পেটালেন সাংবাদিক পরিচয় বহনকারী মুন্না। কথিত সাংবাদিক মুন্না’র এহেন কর্মকান্ডে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়। উপস্থিত অনেকেই মুন্নার উদ্দেশ্য বাজে মন্তব্য করেন। শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার ভিতরেই এই মারধরের ঘটনা ঘটে।
মুন্নার তার পিতাকে মারধর করার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়,মুন্না কম্পাউন্ড থেকে পায়ে হেটে বের হচ্ছে এমন সময় কোন এক মহিলার কন্ঠে শোনা যাচ্ছে এসব করতে না করেছি তোকে এবার পুলিশ ও মারবে । ঠিক এমনই সময় দেখতে পাওয়া যায় মুন্না এক ব্যক্তিকে মারতে মারতে থানার ভিতরে থাকা হাত ধোয়ার জন্য কল ও বেসিন বসানোর সিড়ির উপর ফেলে মারতে থাকে। এমন সময় কাউকে বলতে শোনা যায় আব্বু আব্বু। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়,যে ব্যক্তিটিকে মারতে মারতে সিড়িতে ফেলে দেওয়া হয়েছে সেটা হলো মুন্নার জন্মদাতা বাবা।
জানা যায়, ফতুলা পাগলা এলাকার চিহিৃত চাঁদাবাজ কথিত সাংবাদিক মুন্না ও তার স্ত্রী’র দায়ের করা পাল্টাপাল্টি দুটি অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিষয়টি মিমাংসার জন্য তাদেরকে থানায় ডেকে নিয়ে আসা হয়। মুন্না তার পরিবারের সদস্যদের নিয়ে থানায় আসে অপরদিকে মুন্নার স্ত্রী এ্যানিও তার পরিবারের সদস্যদের নিয়ে থানায় এসে। থানা থেকে বের হয়ে যাওয়ার মুহুর্তে সাংবাদিক পরিচয়বহনকারী কুলাঙ্গার মুন্না তার বাবাকে মারতে মারতে সিড়িতে ফেলে দেয়। প্রত্যক্ষ্যদর্শীরা জানায়,থানা কম্পাউন্ডের ভিতরে না হলে এবং পুলিশ উপস্থিত না থাকলে হয়তোবা মুন্না তার বাবাকে আরো বেশী মারধর করতো। উপস্থিত সকলেই এমনকি পুলিশ সদস্যরা পর্যন্ত মুন্নাকে ধিক্কারের পাশাপাশি তার মুন্নার শাস্তি দাবী করেছে।
এ বিষয়ে মুন্নার সাথে তার মুঠোফোনে জানতে চাইলে, কে কাইছে আপনেরে আমি আমার আব্বুরে মারছি। আমি গাড়ির নিচে ঝাঁপ দিতে চাইছি বলে আমার আব্বু আমাকে ধইরা রাখছে। আপনে প্রয়োজনে আমার আব্বুর সাথে কথা কন।









Discussion about this post