তিনদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে । ভিডিও টি ৩ মার্চ (বুধবার) রাতে নতুন সৈয়দপুর ৭ নং ওয়ার্ড মধ্য এলাকা যুব সমাজের আয়োজনে প্রয়াত চেয়ারম্যান মরহুম নওশেদ আলীর স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে প্রয়াত নওশেদ আলী চেয়ারম্যানের ছোট ভাই ফজর আলীর ৯ মিনিট ১৫ সেকেন্ডের বক্তব্যরে ভিডিও টি ভাইরাল হয় ।
ফজর আলী তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, “মাদকের মেইন সভাপতি কিন্তু বানাইছে আমাদের এই নাজির ফকির ভাইকে। তোমরা যারা যুবক ভাইয়েরা আছো তাদের কাছে অনুরোধ তোমরা মাদকে যাইও না । মাদক মানে কি মদ খাওয়া না!, মাদক মানে সিগারেট খাওয়া না ! মাদক হলো একটা ড্রাগ !”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে ব্যাপক সামেলাচনার ঝড় উঠেছে । অনেকেই বলেছেন, “মদ আর সিগারেট কি মাদকে আওতায় পরে না ?” তিনি ফিলিপাইনের মাদকের উদহারণ দিয়ে বক্তব্য দেয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হচ্ছে গোগনগর ইউনিয়ন এলাকায় । বিভিন্ন বয়সীদের পাশাপাশি যুবকদের অনেকেই বলেছে, প্রয়াত চেয়ারম্যানের ভাই এবং আগামীতে চেয়ারম্যান হতে নানাভাবে দৌড়ঝাপ চালানো ফজল আলী যেহেতু বলেছেন, মাদ ও সিগারেট মাদক না, তরে এখন থেকে এই মদ সিগারেট খাওয়া জায়েজ করেছেন !
জানা যায়, নতুন সৈয়দপুর ৭ নং ওয়ার্ড মধ্য এলাকা যুব সমাজের আয়োজনে প্রয়াত চেয়ারম্যান মরহুম নওশেদ আলীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান এলাকার চেয়ারম্যান হওয়ার আশাবাদ ব্যক্ত করে নানা দিক তুলে ধরে রাজনৈতিক বক্তব্যও দেন ফজর আলী ।
ওই সময় আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়নের গোগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ সৈকত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক মেম্বার কুতুবউদ্দিন, সোহেল ফকিরসহ সৈয়দপুর গোগনগর এলাকার অনেক ব্যাক্তিবর্গ তাদের মতামত প্রদান করেন।









Discussion about this post