বৃহস্পতিবার মধ্য রাত। সুনসান নীরবতা নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে।
কবরস্থানের ফটকও বন্ধ। কবরস্থানের বাইরে একটি গাড়ি এসে থামলো।
গাড়ি থেকে নেমে একেবারে একাকী নীরবে কবরস্থানের পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়ায় অশ্রু ঝরালেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
৯ সেপ্টেম্বর রাতে এ দৃশ্য চোখে পড়লে দূর থেকে শামীম ওসমানকে দেখে এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলে না করেন তিনি।
বলেন, জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি।
প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।
অন্ধকার রাতের এই সময় দীর্ঘ সময় দাদা, দাদী, মা, বাবা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে অশ্রুসজল চোখে দোয়া করেন নারায়ণগঞ্জের মাঠ কাপানো এই রাজনীতিবিদ ।
অন্ধকার এই রাতে নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিবিদ শামীম ওসমানের এমন একাকী করবস্থানে দোয়া প্রার্থনার খবরে মধ্যে ভীড় দেখা যায় । এ সময় অনেকেই প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের রাজনীতি নিয়ে নানাভাবে আলোচনা করেন ।
সুত্র : বাংলা নিউজ









Discussion about this post