চিকিৎসক সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি আজকে দলীয় মনোনয়নপত্র কিনেছি আমাদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগ অফিস থেকে। আমার পক্ষ থেকে আমাদের জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়ে কিনেছেন। আমি হয়তো দুই একদিনের মধ্যে জমা দিবো। আশা করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নিশ্চয় আমি নির্বাচন করবো। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আপনাদের নিয়েই যেন আমাদের এ নারায়ণগঞ্জের কর্মকান্ড অব্যাহত থাকে।’
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কস্থ আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ সরকার, এফসিডিও এবং ইউএনডিপি’র আর্থিক সহায়তায় ৬ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে শিক্ষানবীশদের মধ্যে সনদপত্র বিতরণ উপলক্ষ্যে ওই আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন । আর ওই প্রশিক্ষণ দেন কারুপাঠ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কারুপাঠ এর প্রশিক্ষক রণক রেহনা।
পরে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষানবীশদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন। আর শিক্ষানবীশরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী মেয়র আইভীকে উপহার দেন।









Discussion about this post