কঠোর এমন সমালোচনার বিষয়ে খোজ নিয়ে আরো জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে “পুলিশ হবে জনতার প্রথম ভরসাস্থল” এই শ্লোগানকে সামনে রেখে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় ২৩নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সরকার। আর এই সভায় সভাপতিত্ব করেন মাদক মামলার চার্জসীটভূক্ত আসামী কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি দিপক চন্দ্র সরকার বলেন, সেকেলের পুলিশ এখন আর নাই । পুলিশ দেখলে এক সময় মানুষ ভয় পেত। এখন পুলিশ জনগনের সমন্বয়ে কাজ করছে । পুলিশ বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে । পুলিশ এখন সমাজ সেবা মুলক কাজে এগিয়ে আসে । প্রধাণমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারবাহিকতা রক্ষায় উন্নয়নশীল দেশের পুলিশ হিসেবে নিজেদের পরিচিত করতে চাই ।
মাদক ব্যবসাযী ও সেবী হিসেবে সকলের কাছে পরিচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলালকে (যিনি মাদক মামলার চার্জসীটভূক্ত আসামী) পাশে বসিয়ে ওসি দিপক চন্দ্র সরকার আরো বলেন, ”মাদক সমাজে একটি মারাত্মক ব্যাধি। মাদকের কারনে চুরি, ডাকাতি,ধর্ষন ও খুনের মত ঘটনা ঘটে থাকে। আমরা বলতে চাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত।”
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণের সভাপতিত্বে ও ১০নং বিট অফিসার এস আই মোদাচ্ছের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধাণ, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ মুছা,জাকির প্রধান, নাসির সরদার, এসএ রানা, মনা, মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু সহ মাদক সেবী/ব্যবসায়ীদের অনেকেই ।
মাদকের এমন আস্তানায় মাদক বিরোধী ওসির বক্তব্য শুনে অনেকেই ক্ষোভ প্রকাশ করে নানা বীর্যক মন্তব্য করেন ।
মাদক মামলার চার্জসীটভূক্ত আসামীর সভাপতিত্বে এমন মাদক বিরোধী বক্তব্যে পুরো নগরজুড়ে ব্যাপক সমালোচনার বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সরকার নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, কাউন্সিলর দুলাাল যে মাদক ব্যবসায়ী অথবা মাদক সেবী তা আমাকে আমার থানার কেউ অবহিত করে নাই । আমি এখনই খোজ নিচ্ছি । তারা কেন আমাকে এমন চার্জসীটভূক্ত আসামীর সাথে নিয়ে বসতে হলো । কাউস্নিলর দুলাল যে মাদক মামলার আসামী আমার না জানার কারণেই এই সভায় গিয়েছি ।
মুঠোফোনে বক্তব্য চাইলে বিব্রত বোধও করেন ওসি দিপক চন্দ্র সরকার ।
Discussion about this post