হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহ সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ইকবাল হোসেন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশের পাহারা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ইকবাল হোসেনের বাড়ি সোনারগাঁ উপজেলার উদুমগঞ্জ এলাকায়। তিনি হেফাজতে ইসলামের পাশাপাশি মামুনুল হকের দল খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমামও ছিলেন ইকবাল হোসেন।
গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে সোনারগাঁয়ের এক রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করা হয়। এ ঘটনার পর পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের কার্যালয় ও যুবলীগ নেতার বাড়িঘর ভাঙচুরসহ ছয়টি মামলার আসামি ছিলেন ইকবাল হোসেন।
গত ১১ এপ্রিল ঢাকার জুরাইন থেকে ইকবাল হোসেনসহ উপজেলা হেফাজতে ইসলামের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
এরপর সোনারগাঁ থানার দুই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন ইকবাল হোসেন। নারায়ণগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ার কারণে গত ১১ মে ইকবালকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মৃত্যু বরণ করেন ইকবাল হোসেন ।
হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ইকবাল হোসেনের লাশ সোনারগাঁ পৌরসভার উদ্ববগঞ্জে নেয়া হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আমাদের সোনারগাঁ প্রতিনিধি ।









Discussion about this post