স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কমলাপুরগামী রাত সাড়ে ৮ টার ট্রেনের ড্রাইভার ও ইঞ্জিন অপারেটরের মধ্যে মারামারির ঘটনায় ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ রেলেওয়ের ষ্টেশন মাষ্টার। ফলে শত শত যাত্রী ভোগান্তির মধ্যে পরেছে ।
নারায়ণগঞ্জ রেলওয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির ট্রেন বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, ট্রেন চলাচল বন্ধ করে দিলেও আমাদের পক্ষ থেকে ষ্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করে ট্রেন চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছি ।
ভুক্তভোগি কয়েকজন যাত্রি ক্ষোভ প্রকাশ করে জানায়, রাত সাড়ে ৮টার ট্রেন যথা নিয়মেই কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে দেয়ার কথা থাকলেও ট্রেনের ড্রাইভারর ও ষ্টেশনের ইঞ্জিন ট্রাফিক মারামারির ঘটনায় গুরুতর আহত হলে বন্ধ করে দেয়া হয় ট্রেন । সকল যাত্রীদের বিকল্প পথে ঢাকা যেতে বলেন ষ্টেশন মাস্টার । তাৎক্ষনিকভাবে ক্ষোভে ফেটে পরেন কয়েকশত যাত্রী ।
এ রিপোর্ট লেখাকালীন সময়ে রাত পৌনে দশটায় তুমুল হট্টগোলের কারণে মীর সাব্বির বিস্তারিত তথ্য জানাতে পারেন নাই । তবে হট্টগোল এখনো চলছে ।









Discussion about this post