অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা এবং অভিনেতা জাহিদ হাসানের শাশুড়ি নাউজিয়া ইসলাম রাসা (৭৪) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাহিদ হাসান। তিনি বলেন, মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মায়ের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চাইছি।
জাহিদ হাসান আরো জানান, মঙ্গলবার বাদ এশা গুলশান সোসাইটি জামে মসজিদে নাউজিয়া ইসলাম রাসার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে ২০১৭ সালে মৌ’র বড় বোন শেগুফতা ইসলাম মিথি মারা যান। বোনকে হারানোর তিন বছরের মাথায় মাকেও হারালেন এই তারকা।









Discussion about this post