দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে আইনশৃংখলা বাহিনীকে ম্যানেজ করে এতোদিন অবৈধ এমন ব্যবসা পরিচালনার পর এবার গ্রেফতার হয়েছে র্যাাবের হাতে । এবার নারায়ণগঞ্জে যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানায় অভিযান চালিয়ে আবু তৈয়ব (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বন্দরের মদনপুর এলাকায় সেফটি হেলথ ল্যাবরেটরী (ইউনানী) লি. নামক কারখানায় এই অভিযান চালায় র্যাব-১১। এইসময় ৭৯২ বোতল যৌন উত্তেজক `জিনসিন` সিরাপ, সিরাপ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানায় র্যাব-১১।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী আবু তৈয়ব বন্দরের মদনপুর এলাকায় আবু সাইদের ভাড়া বাসায় সেফটি হেলথ ল্যাবরেটরী (ইউনানী) লি. কারখানায় অনুমোদন ছাড়া যৌন উত্তেজক `জিনসিন` সিরাপ তৈরি করে আসছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এই `জিনসিন` নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছে। অভিযানে কারখানা থেকে ৭৯২ বোতল যৌন উত্তেজক `জিনসিন` সিরাপ, সিরাপ তৈরির ক্ষতিকারক উপকরণ জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post