পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল শনিবার থেকে রোজা। শুক্রবার দিবাগত রাত অর্থাৎ আজ মধ্যরাতে সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করবে ধর্মপ্রাণ মুসলমানরা।
করোনা ভাইরাসের কারনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সকল মসজিদে মাইকিং করা হয়েছে তারাবীহ নামাজ আদায় করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে হবে ।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে: ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবীহর নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।
করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে পবিত্র রমজানে তারাবীহ নামাজ মসজিদের পরিবর্তে ঘরে পড়ার জন্য মুসল্লিদের আহ্বান রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।









Discussion about this post