নারায়ণগঞ্জের চিহ্নিত রাজাকার গোলাম রাব্বানী খান। তা ছেলে খালেদ হায়দার খান কাজল। কাজলের পুরো পরিবারকে রাজাকার পরিবার হিসেবেই সকলের কাছে পরিচিত। শুধু রাজাকার পরিবারই নয় এই পরিবারের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিরেযাগ । তিনি বর্তমানে চেম্বার অব কমার্সের সভাপতি । শহর ও শহরতলীর মানুষ জানেন, কাজল ওসমান পরিবার ঘনিষ্ঠ। তাকে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ সেলিম ওসমান। এমনটি মন্তব্য করেছেন অনুষ্ঠাানে উপস্থিত অনেকেই ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ-৫ (সদর বন্দর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের প্রতি এবার ধিক্কার জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ৷
মেয়র বলেছেন, নারায়ণগঞ্জের চিহ্নিত রাজাকার গোলাম রাব্বানী খানের ছেলে কাজলকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে সাংসদ সেলিম ওসমান৷ আমি সেলিম ওসমানের প্রতি ধিক্কার জানাই ৷ রাজাকারের ছেলে সাথে নিয়ে অনুষ্ঠান করে আর অপমান অপদস্থ আমাদের করবেন না ৷ আমাদের উচিত রাজাকারের ছেলে কাজলকে বয়কট করা ৷
এদিকে একজন রাজাকারের ছেলেকে প্রতিষ্ঠিত করা এবং তাকে নিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সেলিম ওসমানকে চরমভাবে ‘ধিক্কার’ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (১ জানুয়ারি) মুজিব বর্ষ উপলক্ষে সিটি করপোরেশনের আয়োজনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে সাংসদের প্রতি ওই ধিক্কার দেন মেয়র।
তিনি বলেন, নারায়ণগঞ্জের চিহ্নিত একজন রাজাকার ছিলেন গোলাম রাব্বানী খান। তার ছেলে কাজলকে নিয়ে বিভিন্ন সময় অনুষ্ঠান করেন সেলিম ওসমান। একজন রাজাকারপুত্রকে প্রতিষ্ঠিত করা এবং তাকে সাথে নিয়ে অনুষ্ঠান করার জন্য সেলিম ওসমানকে ধিক্কার জানাই।
আইভী সতর্ক করে দিয়ে বলেন, রাজাকারপুত্রকে নিয়ে অনুষ্ঠান করবেন। সাথে রাখবেন। প্রতিষ্ঠিত করবেন আর আমাদেরকে যখন তখন মিথ্যা অপবাদে অপদস্থ করবেন না।
তিনি উপস্থিত সবাইকে রাজাকারপুত্র খালেদ হায়দার খান কাজলকে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের উচিৎ খালেদ হায়দার খানকে বয়কট করা।
মজিব বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক জোটের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায় প্রমূখ।









Discussion about this post