টানটান উত্তেজনা উৎকন্টার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে । জেলার ৪৭ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি’র বাংলা ১ম পত্র ও দাখিল সহজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।


জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার ৪৭ কেন্দ্রে মোট ৩৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ২৬৩ জন, দাখিল পরীক্ষার্থী ২ হাজার ৫৩১জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৪২৪জন। অন্যদিকে গতবছর জেলায় ৪০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ১০৫ জন।
গতবারের তুলনায় এবার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১৩ জন এবং কেন্দ্র সংখ্যা বেড়েছে ৭টি।
রাত পোহালেই ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে ৩৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করায় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারেও দেখা য়েছে নানা উৎকন্ঠা ।









Discussion about this post