ধর্মীয় প্রধান উৎসব ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জবাসীসহ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু)।
রূপগঞ্জের গণ মানুষের প্রাণের স্পন্দন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতা দিপু ভূইয়ার পক্ষ হইতে রুপগঞ্জের বসবাসকারী সকল সম্প্রদায়ের মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২৪ মে) দিপু ভূইয়ার পক্ষে ঈদ শুভেচ্ছা জানান জেলা যুবদলের সহ সভাপতি ও তারার পৌর যুবদলের আহবায়ক-মোঃ আফজাল কবির।
বিবৃতিতে বলা হয়, সূর্য অস্ত যেতেই রাত পর্যন্ত বিশ্বজুড়ে থাকা মুসলমানদের রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন।
এটি একে অপরের প্রতি ধন্যবাদ, সহানুভূতি এবং উদারতা দেখানোর সময়। প্রতি বছর দিনটিতে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া-দাওয়া করার যে ঐতিহ্য চালু রয়েছে পরিস্থিতির কারণে এবার নিশ্চয়ই তা সম্ভব নয়।
বর্তমান পরিস্থিতির কারণেই বাসায় বসে ইবাদত এবং ভার্চ্যুয়ালি ঈদ উদযাপন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।
বিএনপির নেতাদের পক্ষ থেকে আরও বলা হয়, রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে নারায়ণগঞ্জ যুবদল। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ।
আফজাল কবির আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি-শহিদুল ইসলাম (টিটু) ও সাধারণ সম্পাদক -গোলাম ফারুক খোকন ভাইয়ের পক্ষ হইতে তারাব পৌরসভার সকল নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণের প্রতি রইলো শুভেচ্ছা।
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে সকলকে ঈদ উউদযাপন করতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে ।









Discussion about this post