রূপগঞ্জের এক কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে ধর্ষক মিঠুকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাদল কৃষ্ণ রায় ও বিশ্বজিত কুমার রায় জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৫৫৪/১৯ মামলাটির রায়ে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে অভিযুক্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে।
মামলার বাদী ভুক্তভোগীর পিতা বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। কিন্তু মিঠুকে দ্রুত গ্রেফতার করে তার সাজা কার্যকর করতে হবে। যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার পেয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করে মিঠু। পরবর্তীতে তার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ।









Discussion about this post