রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগ অফিসে ককটেল ফিস্ফোরন ও আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ মার্চ) গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি জামান ব্যাপারীর অফিসে এ ভাংচুর চালায় জায়েদ আলী ও শমসেরে নেতৃত্বে এ হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা ।
এসময় অফিসের চেয়ার-টেবিল ভাংচুর, ফেস্টুন ছিড়ে ফেলে দেয়। এছাড়া আশেপাশের ৩-৪টি দোকানে ভাংচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।
পরে ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা। সে সাথে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
খবর পেয়ে র্যাব-১ এর সদস্যরা ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি ককটেল, গুলির খোসা সহ ভাংচুরের নমুনা সংগ্রহ করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত জসিম উদ্দিন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, এ ঘটনায় হীরাকে প্রধান আসামীসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।









Discussion about this post