নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুরাইয়া আক্তার (১৯) নামে এক গার্মেন্টস কর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।
এমন ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ার টেক এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতের পরিবারের বারত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই বোরহান উদ্দিন জানান, দেড় বছর পূর্বে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন দক্ষিনবাগ এলাকার আলমগীর হোসেনের মেয়েকে প্রেম করে বিয়ে করেন উপজেলার বিরাব এলাকার মৃত জালালউদ্দিনের ছেলে অহিদ মিয়া। বিয়ের পর তারা উভয় স্থানীয় মাসকো গ্রুপের গার্মেন্টস সেকশনে চাকুরী করে আসছিল। একই এলাকায় জৈনক মনিরের বাড়ীর ভাড়াটিয়া। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘরে মেঝেতে বিছানার উপর
সুরাইয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। উদ্ধার হওয়া লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাতের যেকোন সময় শ্বাসরোধ করে হত্যা করে গার্মেন্টস কর্মীকে ঘরের ভিতর ফেলে রাখা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে হত্যা প্রকৃত কারন জানা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী অহিদ মিয়া পলাতক রয়েছে বলে এসআই আরো জানান। এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post