নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছানাউল্লাহ সরকার (৩৩) নামে এক যুবককে হত্যার করেছেন তার আপন চাচা।
শুক্রবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘুলিয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছানাউল্লাহ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি দিঘুলিয়ারটেক এলাকার সাত্তার সরকারের ছেলে।
রূপগঞ্জ থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে ভাতিজা ছানাউল্লাহ সরকারের সঙ্গে চাচা আকতার হোসেনের পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়।
এ বাগ্বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে চাচা আকতার হোসেন তার টেঁটা দিয়ে ভাতিজা ছানাউল্লাহ সরকারকে আঘাত করেন।
পরে রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রুপগঞ্জ থানার এসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









Discussion about this post