রূপগঞ্জ প্রতিনিধি :
রাতভর অভিযান চালিয়ে রূপগঞ্জে কুখ্যাত ডাকাত কাউছার ও তার ভাই চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিবকে গ্রেফতার করেছে ভূলতা পুলিশ ফাঁড়ি।
গতকাল শুক্রবার ২৯ জুলাই রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল পূর্ব পাড়া এলাকার হারুনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় রাত ১২টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিবকে প্রথমে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাকিবকে আটকের খবর পেয়ে একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত কাউছার এসেই প্রথমে পুলিশের উপর চড়াও হয়। ভূলতা ফাঁড়ি পুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদারের মুখমন্ডলে ছুরি দিয়ে আঘাদকর চেষ্টা চালায় । অল্পের জন্য রক্ষা পায় পুলিশের এই কর্মকর্তা ।
এছাড়া সঙ্গীয় ফোর্স এসআই কবির ও এক কনষ্টেবলকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। এসময় পুলিশের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে ডাকাত কাউছারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই মারুফ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় পৃথক দৃটি মামলা করেন। তাদেরকে নারায়নগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রিকালে রাকিবকে গ্রেফতার করা হয়। রাকিবকে গ্রেফতারের খবর পেয়ে কাউছার এসেই আমার উপর চড়াও হয়। আমাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। সরে গিয়ে আমি অল্পের জন্য রক্ষা পাই। অভিযানকালে গ্রেফতারকৃত কাউছার ও রাকিবের কাছ থেকে ২’শ পিছ ইয়াবা, ৫’শ পুরিয়া হেরোইন, ২টি রামদা,১টি ছোড়া ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। কাউছারের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।









Discussion about this post