নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা যুবক নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করেছে র্যাব।
রোববার (৩১ অক্টোবর) রাতে র্যাব-১-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) জুলহাস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাগুলো দায়ের করেন। এতে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।
গুলিবিদ্ধ হয়ে নিহত অজ্ঞাতনামা ওই যুবক ডাকাত দলের সদস্য এবং বন্দুকযুদ্ধের সময় ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, শনিবার রাতে রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ২২ নম্বর সেক্টরে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে র্যাব-১-এর একটি দল গোপন সূত্রে জানতে পারে । ঘটনাস্থলে ডাকাত দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এ সময় র্যাব পাল্টা গুলি ছোড়ে। অন্তত ১৫ মিনিট দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে র্যাব গুলি ছোড়া বন্ধ করে। এ সময় ডাকাত সদস্যরা পালিয়ে যান। এতে র্যাবের দুই সদস্য আহত হন। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি ও আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজ সোমবার দুপুরে বলেন, অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে পৃথকভাবে অস্ত্র, মাদক ও হত্যা মামলা করেছে র্যাব। এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।









Discussion about this post