নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার হাতে শিশু কন্যার নির্মম মৃত্যুর ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবার কুলাঙ্গার সন্তানের হাতে গর্ভধারীনী মায়ের নির্মম মৃত্যুর ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে
রূপগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নৃসংশভাবে মাকে হত্যা করেছে পাষন্ড এক ছেলে। শুধু তাই নয়, হত্যার পর লাশ বাথরুমে ফেলে রেখে ঘরের বাইরে বসে ঘাতক ছেলে ধুমপান করছিলো।
পরে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। তার নাম সাইফুল ইসলাম (৩২)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় ।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, শিংলাবো এলাকার মৃত আব্দুল সোবাহানের মাদকসেবী ছেলে সাইফুল ইসলাম (৩২) মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে প্রায়ই মারধর করত।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে ফের সাইফুল মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে গালমন্দ শুরু করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাথরুমের ভিতর ঢুকিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং গলাপিটে হত্যা করে মাদকসেবী ছেলে।
প্রতিবেশীরা ঝগড়ার শব্দ শুনে এগিয়ে এসে দেখে ঘরের বাইরে বসে ছেলে সাইফুল ধূমপান করছে। এ সময় তার মায়ের কথা জিজ্ঞাস করলে সে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় তাকে এলাকাবাসী ধাওয়া করে আটকের পর ঘরে এসে দেখতে পায় বাথরুমে লাশ পড়ে রয়েছে। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে মেয়ে সন্তান বলে হত্যা ! রূপগঞ্জে বাবা গ্রেফতার
রূপগঞ্জে জম্মের ২৬ দিন পর মেয়ে সন্তানকে আছড়ে ফেলে হত্যা করেছেন কামাল হোসেন নামে এক পাষণ্ড বাবা।
শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক কামাল পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুলের ছেলে।
নিহত শিশুর মা খাদিজা আক্তার জানান, তিনি দক্ষিণপাড়া এলাকার হারুনুর রশিদের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে কামালের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন কামাল। তিনি সবসময় ছেলে সন্তানের আশা করতেন। কিন্তু ২৬ দিন আগে মীম নামে এক









Discussion about this post