নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনকে আটক করেছে পুলিশ৷
এমন ঘটনাকে নাটক বলে ব্যাপকভাবে চাউর হয়েছে রূপগঞ্জজুড়ে ।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতা মুঠোফোন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিএনপির প্রাণ ও কান্ডারী তারেক রহমান রূপগঞ্জ বিএনপির নেতাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে যে বৈঠক করেছেন তা অধিক মাত্রায় হাইলাইট করতে পুলিশের সাথে গোপনে লিয়াঁজো করে এমন গ্রেফতার নাটক মঞ্চায়ন করা হয়েছে ।
নইলে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নেতাদের সাথে বৈঠক করেছেন তার গুরুত্ব কি রইলো । এমন চিন্তা থেকেই পরিকল্পিত ছকেই এই গ্রেফতার ।
গভীর রাজনীতির অংশ হিসেবেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনকে আটক করেছে পুলিশ৷
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে রূপগঞ্জের ভুলতা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার বাসা থেকে তাকে আটক করে পুলিশ৷
মুঠোফোনে যোগাযোগ করা হলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, দিপু ভূইয়ার বাড়িতে যে বৈঠকটি চলছিল সেখানে সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকান্ডের সম্পন্ন করার পরিকল্পনা চলছিল। তাই তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার রূপগঞ্জের ভুলতা এলাকার বাড়িতে যুবদল ও বিএনপি নেতাদের বৈঠক চলছিল৷ এ সময় জুম অ্যাপের মাধ্যমে লন্ডন থেকে সংযুক্ত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৷ এই মিটিং শেষ হওয়ার পরই ওই বাড়ি থেকে শহিদুর রহমান স্বপনকে আটক করে ভুলতা ফাঁড়ি পুলিশ ৷
আটক অভিযানে অংশ নেয়া পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার অনুরোধে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, ‘ভাই এই অভিযান ও স্বপনকে গ্রেফতার করার নেপথ্যে রয়েছে বিশাল নাটক ।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন বৈঠক হাইলাইট করতে ই পুলিশের সাথে আঁতাত করে, শহিদুর রহমান স্বপনকে আটক করার নাটক মঞ্চায়িত হয়েছে বলে পুলিশের এক নির্ভরশীল সুত্র ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ উঠেছে এমন প্রশ্নে নারায়ণগঞ্জ পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাইন ফরাজি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ‘এমন অভিিযোগ ঠিক না, আমরা শহিদুর রহমান স্বপনকে আটক করেছি, যাচাই বাছাই শেষে জানানো হবে বিস্তারিত ।’









Discussion about this post