নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আটকদের মধ্যে সজীব গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রয়েছেন।
শনিবার (১০ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এতথ্য জানান তিনি।
এদিকে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ দোষী হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করছি এবং আশা করছি যারা অসুস্থ তারা ফিরে আসবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্য ভুলও করে থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় শিশুশ্রম নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সেটি বেরিয়ে আসলে অবশ্যই বিচার হবে।
গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে।
অগ্নিকাণ্ডের পূর্বে কারখানার কর্মকর্তা-কর্মচারী কারা কোন দায়িত্বে ছিলেন, তাদের তালিকা তৈরির কাজ চলছে বলেও নারায়ণগঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।









Discussion about this post