“ভাই সাবধান ! কি দরকার গ্যাস চোরদের নিয়ে লেখালেখি করার ? বিশাল বিপদে পরতে পারেন । তাই সাবধান ! সব লেখেন কিন্তু গ্যাস চোরদের সর্দার কাজিম উদ্দিন কে নিয়ে বারাবাড়ি কইরেন না । তার সাথে আছে আওয়ামীলীগ নেতাদের অনেকে, আছে বিশেষ পেশার অনেকেই, আছে আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু অনেকেই । বিপদে ফেলে দিবে । লিখ্যা কিচ্ছু করতে পারবেন না ! উল্টা বিপদ আপনার ই হইবো ! কাজিম উদ্দিন খুবই ভয়ংকর লোক ।”
এভাবেই একজন হিতাকাঙ্ক্ষী নাম প্রকাশ না করার অনুরোধে উল্লেখিত মন্তব্য করে আরো জানান, দেখলেন তো তিতাসের ৮ (আট) জন বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের কত দ্রুত জামিন করিয়ে মুক্ত করা হলো । আর আদালতে সার্বক্ষণিক কি করেছিলো বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন ? আদালত ছাড়া বিশাল কর্মকাণ্ডের ফিরিস্তি নিয়ে এই কাজিম উদ্দিনের দৌড়ঝাঁপ কোথায় না করেছেন ! কাজিম উদ্দিন তিতাসের একজন সামান্য চতুর্থ শ্রেণীর ওয়েল্ডার হয়ে কোটি কোটি টাকার মালিক। অসংখ্য বাড়ি, ব্যাংক ব্যালেন্স । কি নেই তাত ? তিতাসের চাকুরী থেকে অবসরে যাওয়ার পরও কাজিম উদ্দিন কি করে এখনো তিতাসের সিবিএ নেতা হিসেবে নানা অপকর্ম করে যাচ্ছে ? কমপক্ষে ২০০ অবৈধ বাণিজ্যিক সংযোগ দিয়ে প্রতিমাসে এখনো কোটি টাকা আদায় করে যাচ্ছে অনৈতিকভাবে ।
দূদক কি করে ? কি করে জেলা শাসক দলের নেতারা ? কি করে একজন সামান্য ওয়েল্ডার চাকরি থেকে অবসরে যাওয়ার পরও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে ? এই অপরাধীকে ঠেকায় কে ?
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তল্লা মসজিদের ট্রাজেডির ঘটনায় ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রদানের খবর ছড়িয়ে পরলে তিতাসের দূর্ণীতিবাজদের নিয়ে আরো ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
অনেকেই কঠোর সমালোচনা করে বলেছেন, একদিকে প্রধানমন্ত্রীর সহায়তা অপরদিকে লুটপাটকারী কাজিমদের দৌড়াত্ম চলছে ই ।
নারায়ণগঞ্জে উত্থাপিত ব্যাপক সমালোচনা থেকে আরো জানা যায়, তিতাসের বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারী ছাড়াও অনেক ওমেদার কোটি কোটি টাকার মালিক । আর সিবিএ নেতা কাজিম উদ্দিনের কি পরিমাণ সম্পদ আছে তার খোজ নিবে কে ? এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুজছে নারায়ণগঞ্জবাসী।
খোজ নিয়ে জানা যায়, ৪ সেপ্টেম্বর এশা নামাজের সময় তিতাস গ্যাসের সাথে বিদ্যুতের স্পার্কিংয়ে বিশাল বিস্ফোরণে দগ্ধ হয়ে এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছে ৩৪ জন মুসুল্লী । এমন ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা মামলায় সিআইডি পুলিশ ১৯ সেপ্টেম্বর শনিবার তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধানকে গ্রেফতার করার দুইদিনের মধ্যেই জামিন দেয় আদালত।
এতো মুসুল্লীদের মৃত্যুর ঘটনায় এমন জামিনের পর ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে শহরজুড়ে।
আর পুরো সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিতাসের সিবিএ নেতা কাজিম উদ্দিনের নাম । কাজিম উদ্দিনের সরব উপস্থিতি এবং তার আদালতসহ সর্বত্র দৌড়ঝাঁপ প্রমাণ করে কতটা প্রভাব বিস্তারে সচেষ্ট এই কাজিম উদ্দিন।









Discussion about this post