সদ্য সোনারগাঁ পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া শপথ গ্রহন করেছেন।
রবিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ পাঠ করেন। শপথ পাঠ করান ঢাকা বিভাগীর কমিশনার খুলিলুল রহমান।
২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুর পর এ আসনটি শুন্য ঘোষনা করে ১৩ সেপ্টম্বর তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। উপ-নির্বাচন উপলক্ষে সোনারগাঁয়ের ৮ জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর দলীয় নৌকা প্রতিক দেয়া হয় এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে।
সামসুল ইসলম ভুইয়াকে মনোনয়ন দেয়ার পর সকল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া বিনা প্রতিদ্বন্ধিতায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।









Discussion about this post