কুখ্যাত এই অপরাধী ছোট শাহজাহানের মতো আরো অনেক অপরাধী চক্র থানা ও ডিবি পুলিশের কাঁধের উপর হাত রেখে চাদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বীরদর্পে । এমন ছোট শাহজাহানের মতো অন্যান্য অপরাধীদের গ্রেফতার করার দাবী রয়েছে দীর্ঘদিন যাবৎ
নারায়ণগঞ্জ শহরের কুখ্যাত অপরাধী, ছিনতাইকারী চক্রের হোতা, মাদক ব্যবসায়ী, জুয়া আসরের পরিচালক, পুলিশের সোর্স জুয়াড়ি শাহজাহান ওরফে ছোট শাহজাহান কে চাদাবাজির ঘটনায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির সময় কালীরবাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
এই সময় তার কাছ থেকে চাঁদাবাজির তিন হাজার আটশ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শাহজাহান চাঁদপুরের মতলব থানার নান্না মিয়ার ছেলে।
ডিবির উপ-পরির্দশক (এসআই) মনিরুজ্জামান জানান, জুয়ারী শাহজাহান ওরফে ছোট শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গারা দীর্ঘদিন ধরে শহরের কালীরবাজার ও ১ নং রেলগেইট ও ফলপট্টি এলাকায় ফুটপাতে বিভিন্ন দোকানে চাঁদাবাজি করে আসছিল।
গত সোমবার সন্ধ্যায় চাঁদা আদায়কালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চাঁদাবাজির তিন হাজার আটশ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, শাহজাহানের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।









Discussion about this post