করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চাষাড়ার বাসিন্দা আবুল হাসান ওরফে সানোয়ার হোসেন । এমন খবর মূহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পরলেও এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কেউ । নিশ্চিত হতে না পারলেও করোনআ আতংক বিরাজ করছে জনমনে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাসুদা প্লাজার মালিক চৌধুরী মুহাম্মদ আবুল হাসান ওরফে সানোয়ার হোসাইনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ১২টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। সে ফতুল্লা থানা সংলগ্ন মৃত ওয়াজেদ আলীর ছেলে। বিএনপি নেতা সাঈদ চেয়ারম্যানের বড় ভাই। তিনি শ্বশুর বাড়িতেই বসবাস করতেন।
পরিবারিক সূত্রে জানা যায়, ৬-৭ দিন ধরেই জ্বর, সর্দিসহ আরও কিছু রোগে ভুগছিলেন হাসান। রোববার তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে রিপোর্ট দেওয়া হবে। তবে তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।
হাসানের বেয়াই মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে করোনা উপসর্গ বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।









Discussion about this post