এনএনইউ রিপোর্ট :
সময় মতো বিদ্যুতের সমস্যা সমাধান না করার অজুহাতে রোজাদার ম্যানেজার ইব্রাহিম শেখ (৪২) কে প্রকাশ্যে পিটালো নারায়ণগঞ্জ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক কৃঞ্চ কমল ।
এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার স্বর্ণপট্টি এলাকায় ।
ঘটনাটি ঘটেছে ১৫ মে বুধবার দুপুর সোয়া দুইটায় স্বর্ণপট্টির সিঙ্গাপুর জুয়েলারীর সামনের সড়কে । এমন ঘটনায় উত্তেজিত জনতা সিঙ্গাপুর জুয়েরারীর মালিক কৃঞ্চ কমলকে মারধর করতে গেলে উপস্থিত বাড়ীর মালিক আজিম উদ্দিনসহ অনেকেই পরিস্থিত শান্ত করেন ।
এ ঘটনার প্রত্যাক্ষদর্শী শহরের ব্যবসায়ী নেতা সেলিম আহমেদসহ অনেকেই বলেন, কৃঞ্চ কমলের ঔধ্যত্বপূর্ণ আচরণ শত শত মানুষকে ব্যথিত করেছে । ইব্রাহিমকে পিটানোর সময় অনেকেই রোজদার বলে কৃঞ্চ কমলকে থামানোর চেষ্টা করলেও তার আচরণ ছিরো মারাত্মক । যা ভাষায় প্রকাশ করার মতো না । এ সময় কৃঞ্চ কমলের বিচার দাবীতে অনেকেই শ্লোগান তুলেন ।
নগ্ন আচরণ ও ঘটনার বিষয়ে স্বর্ণপট্টির ফাতেমা টাওয়ারের ম্যানেজার ইব্রাহিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুতের সমস্যা হয়েছে বলে নিচ তলার সিঙ্গাপুর জুয়েলালীর মালিক কৃঞ্চ কমল আমাকে ফোন দিয়েছিলো । ইফতারের সময় ফোন বন্ধ থাকায় পরে আর খোজ নিতে পারি নাই । পরে আজ দুপুরে সিঙ্গাপুের জুয়েরারীর সামনে গিয়ে কোন কিছু জিজ্ঞেস করার আগেই কৃঞ্চ কমল আমাকে গালিগালাজ করে চর থাপ্পর, কিল ঘুষি মারতে থাকে । অনেকেই থামাতে গেলে কৃঞ্চ কমল উপস্থিত অনেকেকেই হুমকি দিয়ে বলে আমাকে পারলে কিছু করিস ।
নির্যাতনের শিকার হয়ে ইব্রাহিম শেখ নিজেকে রোজদার বলে দাবী করলেও উপস্থিত অনেকেই থামতে পারে নাই কৃঞ্চ কমলকে ।
এ বিষয়ে জানাতে মুঠোফোনে যোগাযোগ করলে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে কৃঞ্চ কমল জানান, বিদ্যুতের সমস্য হয়েছে, ফোন দিয়েছিলাম ধরে নাই । তাই আজকে দোকানের সমনে এসেই আমাকে গালিগালাজ করেছে তাই মেরেছি । একজন রোজদার এবং আপনি দায়িত্বশীল অবস্থায় থাকার পরও আইন হাতে তুলে নেয়া কি ঠিক হয়েছে এমন প্রশ্নে কৃঞ্চ কমল বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা দেয়ার অপচেষ্টা করেন ।









Discussion about this post