নারায়ণগঞ্জের ঐতিহ্য ও শান্তি ধ্বংস করার জন্য ত্বকীকে হত্যা করা হয়েছে। ত্বকীকে হত্যা করার পূর্বে ও পরে বহু হত্যাকান্ড নারায়ণগঞ্জে সংঘটিত হয়েছে। কিন্তু ঘাতকেরা কখনোই চিহ্নিত হয় নাই; হত্যাকারীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয় নাই।কিন্তু ত্বকী হত্যার পরে হত্যাকারীরা চিহ্নিত হয়েছে সারা দেশের মানুষ হত্যাকারীদের চিনেছে।
এভাবেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ত্বকী হত্যার বিচার দাবী করে বক্তব্য প্রদান করেন ।
শনিবার ২০ মার্চ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব মিলনায়তনে তানভীর মুহাম্মদ ত্বকীর ২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে “জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’২০” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী আরো বলেন, ত্বকী আজকে শুধু নারায়ণগঞ্জে নয় সারা দেশে আন্দোলনের প্রতীক। বিশ্বের যে যে দেশে বাঙালী বসবাস করে তাদের আশার প্রতীক। আমরা আশাবাদী ত্বকী হত্যার বিচার হবেই। এ বিচার দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক, নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক শওকত আরা হোসেন, সাবেক সচিব, কবি ও লেখক সফিকুল ইসলাম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি, সাংবাদিক হালিম আজাদ, জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০ এর আহ্বায়ক জাহিদুল হক দীপু প্রমুখ।









Discussion about this post