নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে ২৭টি ওয়ার্ডে কর্মীসমাবেশ করে সকল নেতাকর্মীদের উজ্জিবিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। আগামী ৯ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়মীলীগের পক্ষ থেকে এমন বিশাল সমাবেশের ঘোষনা দেয়ার পর ব্যাপক প্রস্তুতি শেষে মাত্র ৪ দিন বাকী থাকতেই স্থগিতের ঘোষনা দেয়া হয় । এমন ঘোষনার পর শুরু হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের চুলচেরা বিশ্লেষণ, সৃষ্টি হয়েছে চাঞ্চল্য
নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডে কর্মী সভার পর ৯ অক্টোবর বড় ধরনের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল শামীম ওসমানের পক্ষে। এজন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক সভাও হচ্ছিল। তবে ৪দিন আগে জানানো হলো সমাবেশটি হচ্ছে না। অজুহাত দেখানো হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। এখন সকল ইউনিয়নের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে ব্যস্ত। সে কারণেই সমাবেশ স্থগিত করা হয়েছে।
ফতুল্লায় ৪ অক্টোবর থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল জানান, এমপি সাহেব ৯ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু আমরা তাকে জানিয়েছি সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। তাছাড়া তফসিল হয়ে গেছে। এখন কোথাও সমাবেশ হলেও আমরা নেতাকর্মী নিয়ে গেলে সেটা হবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। সামগ্রিক দিক বিবেচনায় আমরাও আপাতত সমাবেশের পক্ষে না। তবে পরে সমাবেশ করা হবে সুবিধেমত সময়ে।
এদিকে ৪ অক্টোবর ফতুল্লা থানা আওয়ামী লীগের সভায় সেক্রেটারী এম শওকত আলীও জানিয়েছেন ৯ অক্টোবর সমাবেশ স্থগিত করা হয়েছে।
এর আগে গত বছরের জানুয়ারীতেও ভাস্কর্য ইস্যুতে সমাবেশে ঘণ্টা বাজানোর ঘোষণা ছিল শামীম ওসমানের। ওই সময়েও ২৭টি ওয়ার্ডে কর্মী সমাবেশ হয়েছিল। কিন্তু শেষ সময়ে আর সমাবেশ ও ঘণ্টা বাজানো কিছুই হয়নি।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছিলেন, ‘নেত্রী জাতিসংঘে গিয়ে বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও শেখ হাসিনার বাংলাদেশ’; আগামী ৯ অক্টোবর এই স্লোগানে আমাদের নেতা শামীম ওসমান ম্যাসেজ দিবে। কি ষড়যন্ত্র করা হচ্ছে- সেই কথাও তুলে ধরবেন।’
শেষ পর্যন্ত এতো আয়োজন, শামীম ওসমানের বৃহৎ সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনার পর স্থগিতের ঘোষনায় শুলু হয়েছে নানা আলোচনা সমালোচনা ।









Discussion about this post