কাটায় কাটায় রাত একটা । শুক্রবার দিবাগত । অর্থাৎ ৩ এপ্রিল।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার ফেসবুক পেইজে হেফাজত ইসলামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “দেখলাম আর হাসলাম,,হেফাজত বলেছে প্রশাসন ছাড়া মাঠে আসতে। ছাত্রলীগ,, যুবলীগ, আওয়ামীলীগ তো অনেক বড় ব্যাপার। আমি শাহ নিজাম চেলেন্জ করলাম,,কবে কোথায় হেফাজতের লোকেরা আসবে বলো,,শুধু শিশু বাচ্চাদের মিথ্যা বলে এনোনা। তোমরা নেতারা আসো। কাপড় থাকবে না শরীরে। এ দেশ হেফাজতের রক্ত দিয়ে স্বাধীন হয়নি, হয়েছে বাংলার মু্ক্তিকামী দামাল ছেলেদের রক্তের মধ্য দিয়ে
আওয়ামী লীগ নেতা শাহ নিজামের এমন মন্তব্যের পর অনেকেই নানা তীর্যক মন্তব্য করেছেন । এদের মধ্যে প্রখ্যাত সাংবাদিক তানভীর হোসেন বলেছেন, কোলে উঠে সুরসুরি দেয় হেফাজত
শুক্রবার ২০ এপ্রিল জুম্মার নামাজের পর রাস্ট্রের নির্দেশনা ও স্বাস্থ্য বিধিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে মাওলানা আউয়ালের নেতৃত্বে হেফাজত সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মী সমাবেশ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় । এমন হুংকারের প্রেক্ষিতে শাহ নিজাম উল্লেখিত ভাষায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়েন।
উল্লেখ্য শুক্রবার দুপুরে মাওলানা ফেরদাউস হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ আমাদের দুষমন না, কেউ আমাদের দুষমন না। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তারা হলো মোদীর দালাল। এই দালালদের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আজকের সমাবেশেও প্রমাণ হলো আমরা শান্তিপ্রিয়। আমরা উশৃঙ্খল না। কিন্তু মাগরিবের নামাজের পরে এতগুলি বাস পুড়াইলো কারা? ভাড়াটে গুন্ডা দিয়া আমাদের সাথে খেলতে চান সে তামশা চলবে না। খেলতে চাইলে প্রশাসন ছাড়া মাঠে আসেন। খেলা হবে। ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা তোমাদের গুন্ডামি বাংলাদেশের মানুষ অনেক দেখেছে। আর সহ্য করবে না।









Discussion about this post