নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
এক বছর যাবৎ নারায়নগঞ্জ কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার স্বজন ও বিএনপির পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ সত্বেও কারাগারে শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা করা হচ্ছে না।
অথচ নারায়ণগঞ্জ কারাগার কর্তৃপক্ষ বলছে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সুস্থ্য আছেন । তার পরিবারের লোকজন আজ শনিবার নারায়ণগঞ্জে এসে সাক্ষাৎ করে গেছেন । শিমুল বিস্বাসের ডায়াবেটিক, স্কিণ সমস্যা ও প্রেসার নিয়ন্ত্রণে রয়েছে ।
শিমুল বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ, ব্যারিস্টার মীর হেলাল ও তার আত্মীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিমুল বিশ্বাসকে কয়েক মাস আগে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকো টেস্টে তার হৃদপিণ্ডে ছিদ্র ধরা পড়ে। কিন্তু কোন চিকিৎসা দেওয়া হয়নি। কার্ডিওলজি বিভাগেও নিতে দেওয়া হয়নি।
চিকিৎসকরা জানান, ‘শিমুল বিশ্বাসের প্রস্রাবে সমস্যা, ত্বকে সমস্যা, ডায়াবেটিস বেড়ে গেছে। দুই হাত-পা, চোখ ফুলে গেছে। প্রেসারও হাই।’
শিমুল বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘শিমুল বিশ্বাসের শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। হাঁটাচলা করতেও তার সমস্যা হচ্ছে। হাত-পা-চোখ ফুলে গেছে। কথা বলতে কষ্ট হচ্ছে। তার দ্রুত উন্নত চিকিৎসার জন্য কোন বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু আমরা সরকারের কাছে বারবার আবেদন করেও কোন সাড়া পাচ্ছি না। তার পরিবার শারীরিক অবস্থা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন।’
শিমুল বিশ্বাসের আইনজীবী ব্যারিস্টার মীর হেলাল জানান, ‘নারায়ণগঞ্জ কারাগারে তার ওপর চালানো হচ্ছে মানসিক নির্যাতন। তাকে গত এক বছর ধরে একটি স্যাঁতসেঁতে ছোট অন্ধকার নির্জন কক্ষে তাকে রাখা হয়েছে। ডিভিশন প্রাপ্ত বন্দী মানুষ হিসেবে যতটুকু অধিকার পাওয়ার কথা সেটি দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে কারাগারে নানাভাবে তাকে হয়রানী ও হেনস্থা করা হচ্ছে। নিম্ন আদালতে দীর্ঘদিন পর পর জামিনের তারিখ দেওয়া হয় যাতে উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ না পায়। তার মামলার কাগজপত্রও সরকার দিচ্ছে না।’
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে শিমুল বিশ্বাসের চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ ও সরকারের অবহেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রিজভী অবিলম্বে শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবি করেন এবং তার প্রতি সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রিজভী বলেন, শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী। তিনি দলের কোন পদে নেই। তারপরও তাকে কারাগারে দুর্বিসহ পরিবেশে রেখে সীমাহীন মানসিক নিপীড়ন চালানো হচ্ছে। তার নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতে তার মামলার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে।’
এমন অভিযোগের প্রেক্ষিতে কয়েকদফা নারায়ণগঞ্জ কারাগারের সুপার সুভাষ চন্দ্র ঘোষের মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায় নাই । তবে কারাগারের একাধিক সূত্র নিশ্চিত করেছে শিমুল বিস্বাস সুস্থ্য আছেন । তিনি মূলত: রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা করানো হয় । তার ডায়বেটিক নিয়ন্ত্রণে রয়েছে । ডিভিশন পোওয়া আসামী বাড়তী সুবিধা পাওয়ায় তার ফিলোআপ চেকআপ করা হচ্ছে । শিমুল বিস্বাসের উচ্চ রক্তচাপ ও প্রস্রাবের সমস্যাও নিয়ন্ত্রণে রয়েছে ।
এ বিষয়ে জেলার রফিকুল ইসলাম, বলেন, এডভোকেট শামছুল ইসলাম শিমুল বিস্বাস সূস্থ্যই আছেন । তেমন কোন সমস্যা কারা কর্তৃপক্ষের নজরে আসে নাই ।









Discussion about this post