নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার তরুণীর নাম ফাতেমা আক্তার সৃষ্টি (১৮)। তিনি রূপগঞ্জের চনপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে। এ ঘটনায় এখনো নিখোঁজ একই এলাকার তারা মিয়ার স্ত্রী জাবেদা বেগম (৪০)।
এর আগে বুধবার (৩ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার অফিস খেয়াঘাটে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় ১৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন।
চনপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস বলেন, বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে গিয়েছিল। এসময় দুজন নারী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছিলেন। পরে সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধারকাজ শুরু করেন। দুপুরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাল্কহেডটি আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হজরত আলী বলেন, অফিস ঘাট থেকে ২০ জন যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও দুই নারী নিখোঁজ ছিলেন। দুপুরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।









Discussion about this post