করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া করোনা পরিস্থিতির কারণে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এসএসসি পরীক্ষার ফলও এবার গত কয়েক বছরের মতো ৬০ দিনের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গত ৩১ মে এসএসসির ফল প্রকাশিত হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উত্তীর্ণদের একাদশ শ্রেণি ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
তবে, ১৯ জুলাই এক বৈঠক থেকে সিদ্ধান্ত হয় ৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একাদশে ভর্তি কার্যক্রম চলবে অনলাইনে। পাশাপাশি, শিক্ষা কার্যক্রমও চলবে অনলাইনে।









Discussion about this post