নারায়ণগঞ্জ শহরে নানা কারণে বিতর্কিত ব্যাক্তিদের সাথে নিয়ে সরকারী কাজের অভিযান পরিচালিত হওয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে নগরজুড়ে।
বিগত দিনে লিজাকান্ড, পরবর্তীতে কুক্ষাত অপরাধী চাঁদাবাজ কব্জিকাটা মামলার প্রধান আসামী শাহজাহান খানকে শেল্টারসহ প্রকাশ্যে চলাচলকারী কাজী দুলালকে সাথে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
অনেকেই বলেছেন কাজী দুলালের মতো এমন সমালোচিতকে সাথে নিয়ে কি করে সরকারি এই প্রতিষ্ঠান অভিযান চালালো ? বিগত দিনে ব্যক্তি পর্যায়ের কয়েকজন টাউট এমন অভিযানের সাথে থেকে ফটোসেশান করে পরবর্তীতে অনৈতিক সুবিধা গ্রহণ করায় সমালোচনার মুখে পরেছিলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান । ওই টাউট শ্রেণীর প্রতারকদের কেউ কেউ এমন ছবি দেখিয়ে নিজেদের ম্যাজিস্ট্রেট বলেও পরিচয় দেয়ার অভিযোগও ছিলো ।
বৃহস্পতিবার দুপুরে সরকারি এমন অভিযানের চিত্র গণমাধ্যমে প্রচারের পর ব্যাপকভাবে সমালোচনার ঝড় উঠায় নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এদের নিয়ে নারায়ণগঞ্জে এতো সমালোচনা তা আমাদের জানা ছিলো না । আগামীতে এমন বিতর্কিতদের আর ডাকা হবে না ।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন রং, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাজার অভিযান চালিয়ে ফুড ল্যান্ড বেকারীকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানার শান্তিধারা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃতে ওই অভিযানটি পরিচালনা করা হয়। বাজার অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা ক্যাব, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মো. সেলিমুজ্জামান বলেন, ‘মেয়াদোত্তীর্ণ বিভিন্ন রং, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে ফুড ল্যান্ড বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা ও ৪৩ ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’
উল্লেখ্য ২১ সেপ্টেম্বর “মহাধূর্ত চাঁদাবাজ শাহজাহানকে খুজছে পুলিশ ! শেল্টারে দুলাল” শীর্ষক সংবাদে
উল্লেখ করা হয় মুন্সীগঞ্জের গজারিয়া থানায় চাদার দাবীতে প্রতিপক্ষের লোকজনকে কুপিয়ে আহত করে হাতের কবজি কেটে উল্লাস করে কুক্ষাত চাদাবাজ শাহজাহান খান । সেই কুক্ষাত অপরাধীদের যখন পুলিশ হন্যে হয়ে খুজছে তখন এমন অপরাধীদেরকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ শহরে শেল্টার দিতে দেখা গেছে বিতর্কিত কাজী দুলালকে ।









Discussion about this post