নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দূস সালাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি শাররিক ভাবে একেবারে দূর্বল বোধ করছেন। দূবর্লতার কারনে কোন কিছূ খেতে পারছেন না, নিজে উঠে বসতে, বা হাটতে পারছেনা। তার ডায়েবেটিস বেড়ে গেছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে আছেন মিনা ভাবী ও তার একমাত্র কণ্যাসহ নিকট আত্নীয়রা। সবাই সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন। যেন মহান রাব্বূল আলামিন সালাম ভাইকে সূস্থ করে তোলেন।
সন্ধ্যায় সাংবাদিক সালামের অবস্থার অবনতি ঘটে। আমাদের সাংবাদিক সমাজের একজন অভিভাবক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমরা নারায়ণগঞ্জ জেলাসহ দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়ার দরখাস্ত করছি। আপনারা ওনার জন্য একটু দোয়া করেন









Discussion about this post