নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সাংসদ পুত্র অয়ন ওসমানের সমন্ধি (স্ত্রীর বড় ভাই ) মিনহাজউদ্দিন ভিকিকে আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক আফতাবুজ্জামান জামিন মঞ্জুর করেছেন ।
রোববার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল আদালতে জামিন শুনানীর পর জামিন প্রদান করে আদালত ।
ভিকির জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের ইন্সপেক্টর আবদুল হাই ।
জানা যায়, শনিবার ৩১ আগস্ট রাতে শহরের মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজী, একজন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ আছে।
ভিকির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত ২৯ মার্চ জামতলায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। গত ১৯ জুন পাটের বস্তা ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে তার হেফাজত থেকে পাটের বস্তা উদ্ধার করতে পারলেও তাকে গ্রেফতার করতে পারেনি ।









Discussion about this post