নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেই সাত খুন মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার ৭টি চাঁদাবাজী মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।
বুধবার ১৯ আগষ্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে নুর হোসেনকে তোলা হয়।
আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ সাতটি মামলায় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে সাক্ষ্য গ্রহনের জন্য আদালতে হাজির করা হয়। স্বাক্ষী অনুপস্থিত থাকায় আগামী অক্টোবর ১৪ তারিখ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।
এর আগে সকালে করা নিরাপত্তার মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ।









Discussion about this post