নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি লোহার দণ্ড ও একটি বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় র্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেফতাররা হলো, মো. উজ্জ্বল হোসেন (১৯), মো. রনি (১৯), মো. ইমন হোসেন (১৮), মো. কালাম হোসেন (১৯) ও মো. আলমগীর হোসেন (১৯)। বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় বিজ্ঞপ্তিতে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার (২৬ মে) রাত রাত ১টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং বৃহস্পতিবার (২৭ মে) ভোর ৫টায় সিদ্ধিরগঞ্জের ধনু হাজি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।









Discussion about this post