নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন এক যুবক। সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. নুরনবী (২৫)। তাঁর মামা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, নুরনবী বাসাবাড়িতে থাই গ্লাস বসানোর কাজ করেন। বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি মাঠে ফুটবল খেলা দেখে বাসায় ফিরছিলেন তিনি।
এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীদের একজন নুরনবীর ডান পায়ে গুলি করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে রাত ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ খান বলেন, গুলিবিদ্ধ নুরনবীর সঙ্গে তাঁর কথা হয়েছে।
ছিনতাইকারীরা তাঁকে পাইপগান দিয়ে একটি গুলি করেছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।









Discussion about this post